ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে বাস উল্টে কিশোর নিহত, আহত ১০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, অক্টোবর ২৫, ২০২৪
ফুলবাড়ীতে বাস উল্টে কিশোর নিহত, আহত ১০ 

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ভিমলপুর এলাকায় বাস উল্টে অজ্ঞাতনামা এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত দশজন যাত্রী।

 

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।  

জানা গেছে, ঢাকা থেকে ফুলবাড়ী হয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল ‘নওশীন এন্টারপ্রাইজ’ নামে যাত্রীবাহী একটি বাস। পথে ভিমলপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে এক কিশোর নিহত হয় এবং আহত হন অন্তত দশজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিবুল জানান, নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পরপরই বাসচালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।