ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুচক্রী মহল কোনোভাবেই পারবে না: র‍্যাব ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
কুচক্রী মহল কোনোভাবেই পারবে না: র‍্যাব ডিজি

নারায়ণগঞ্জ: র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, আশা করি, শান্তিপূর্ণভাবেই পূজা পার করব। কুচক্রী মহল কোনোভাবেই আমাদের সঙ্গে পারবে না।

তাদের হীন প্রচেষ্টা ব্যর্থ হবে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এর আগে শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

র‍্যাব ডিজি বলেন, আমাদের একটি অসাম্প্রদায়িক ঐতিহাসিক চরিত্র রয়েছে। আমরা যেন একইভাবে ভবিষ্যতেও সব সম্প্রদায়ের মানুষ মিলে শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারি, সেই প্রত্যাশাই করি।

তিনি বলেন, এবারের পূজায় র‍্যাবসহ সব বাহিনী এমনকি সশস্ত্র বাহিনীও মাঠে আছে। পূজা উৎসবমুখর করতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করতে কাজ করে যাবো।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।