ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

তাপদাহে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
তাপদাহে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি বাতিল ফাইল ফটো

ঢাকা: তাপদাহের কারণে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার র‌্যালি বাতিল করা হয়েছে।  

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৮টায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে র‌্যালির জন্য ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজের ৮০ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছিল।

 

র‌্যালির জন্য ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী চেয়ে গত ২৪ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার প্রচার কমিটির সদস্য সচিব ড. মুহম্মদ মনিরুল হক স্বাক্ষরিত চিঠি স্কুলের প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছিল।  

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আগের দিন র‌্যালি বাতিলের জন্য আলাদা চিঠি দেওয়া হয়। তাপদাহের কারণে র‌্যালিটি বাতিল করা হয়েছে বলে সোমবার (২৯ এপ্রিল) দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে।  

বিকেল ৪টায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।