ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

খালেদা জিয়ার মুক্তি-উন্নত চিকিৎসার দাবিতে লিফলেট বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, আগস্ট ১৭, ২০২৩
খালেদা জিয়ার মুক্তি-উন্নত চিকিৎসার দাবিতে লিফলেট বিতরণ 

শরীয়তপুর: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে শরীয়তপুর আদালত এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি শাহ মো. আব্দুস সালাম।

 

এসময় উপস্থিত ছিলেন-শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, যুগ্ম সাধারণ  সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, শরীয়তপুর পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, শরীয়তপুর জেলা যুবদল নেতা অ্যাডভোকেট মৃধা নজরুল কবির প্রমুখ।

এ সময় জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি, ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।