ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মে ১০, ২০২৩
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাহিদুল ইসলাম নাহিদ (৩০) নামে শহর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

মঙ্গলবার (০৯ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মালগ্রাম উত্তরপাড়ার ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদুল ইসলাম নাহিদ বগুড়া সদর উপজেলার মালগ্রাম কলেজ পাড়া এলাকার মাছ ব্যবসায়ী ঝন্টু শেখের ছেলে। তিনি শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বালুর ব্যবসা ও সুদের কারবারসহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জের ধরে মঙ্গলবার রাতে ডাবতলা এলাকায় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে নাহিদকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বগুড়ার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির পরিদর্শক হরিদাস মণ্ডল জানান, কারা, কেন হত্যা করেছে, তাৎক্ষণিক বিষয়টি জানা যায়নি। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, মে ১০, ২০২৩
কেইউএ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।