ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

‘পৃথিবীর কনিষ্ঠতম সিরিজ বই’ লিখে গিনেস বুকে বাংলাদেশের ঋতুরাজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, এপ্রিল ২০, ২০২৩
‘পৃথিবীর কনিষ্ঠতম সিরিজ বই’ লিখে গিনেস বুকে বাংলাদেশের ঋতুরাজ

‘পৃথিবীর কনিষ্ঠতম সিরিজ বই’ লেখক হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে বাংলাদেশের ঋতুরাজ ভৌমিক হৃদ্যের।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়েছে।

এছাড়া, এক ফেসবুক স্ট্যাটাসে তার বাবা শুভাশিস ভৌমিক শুভ এ তথ্য জানিয়েছে।

হৃদ্যের বয়স মাত্র ৯ বছর ৬৪ দিন। এই বয়সে সে ‘গুডউইল ফ্যাক্টরি’ ও ‘গুডউইল ফ্যাক্টরি-২’ বই সিরিজ লিখেছে।

তার বাবা শুভাশিস ভৌমিক বাংলানিউজকে বলেন, এমন সংবাদে আমরা অনেক খুশি।

তিনি বলেন, হৃদ্য ইতোমধ্যে অনেকগুলো দেশ ঘুরেছে। সে আরও ভ্রমণ বই লিখতে চায়।

এর আগে এই আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে শুভাশিস ভৌমিক বলেন, ‘ঋতুরাজের নাম পৃথিবীর কনিষ্ঠতম সিরিজ বই লেখক হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। নিজের ছেলের নাম এবং তার পাশে দেশের নামকে বিশ্ব দরবারে দেখতে পেয়ে,আমার মনে হচ্ছে,এ পৃথিবীতে আমার আসলে চাওয়ার আর খুব একটা কিছু নেই। ’

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাপকা বেটা’ নামে পরিচিত হৃদ্য ও তার বাবা। তারা দুইজন একই পোশাক পরে গান করেন। মূলত এজন্যই তারা বেশি পরিচিত।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ