ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

রেললাইনের পাশে পুরুষের ছিন্নভিন্ন মরদেহ, মেলেনি পরিচয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
রেললাইনের পাশে পুরুষের ছিন্নভিন্ন মরদেহ, মেলেনি পরিচয় প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার জিনারদীর সাতটেকিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রেলপুলিশ।

রেল পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জিনারদীর সাতটেকিয়া এলাকার রেললাইনের পাশে এক পুরুষের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা রেল পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি।

রেল পুলিশের ধারণা শুক্রবার (১৭ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১ মধ্যে ঢাকা- চট্টগ্রাম-সিলেট অভিমুখে চলাচলকারী কোনো একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে এখনও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে  পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা মরদেহের পরিচয় শনাক্তে কাজ করবে। আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।