ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

খেলতে খেলতেই পুকুরে ডুবে গেল ছোট্ট সাইমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
খেলতে খেলতেই পুকুরে ডুবে গেল ছোট্ট সাইমা

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে সাইমা ইসলাম নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের আবদুল হকের বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশু সাইমা ইসলাম উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ সোনাদিয়া গ্রামের কামাল উদ্দিনের মেয়ে।  

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় সকাল ১০টার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় খেলা করছিল শিশু সাইমা। এরপর বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির লোকজনের অগোচরে ঘরের পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে বাড়ির লোকজন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।