ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢামেকে কারাবন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
ঢামেকে কারাবন্দির মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় ফুয়াদ সোহেল খান শুভ (৪৮) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী শাহিনুর রহমান বলেন, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢামেকে নিয়ে আসা হয়। তিনি হাজতি হিসেবে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৫৭১০১/২২। বাবার নাম শহিদুল্লাহ (মৃত)।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।