ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

নিজ ঘরে মিলল নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, ডিসেম্বর ৬, ২০২২
নিজ ঘরে মিলল নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ

গাইবান্ধা: গাইবান্ধায় লুনা আক্তার (২৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদরের ধানঘড়া শাপলা মিল এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লুনা আক্তার শাপলা মিল এলাকার মিলন মিয়ার স্ত্রী।  মিলন মিয়া একজন ফুল ব্যবসায়ী। শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটে তার ফুলের দোকান আছে। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে।  

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লুনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।