ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

প্রিয় ঘর সাজাতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
প্রিয় ঘর সাজাতে ঘর সাজাতে

নতুন সংসার জীবন শুরু করেছে নাদিয়া-ফয়সাল। বিয়ের পর কাজের প্রয়োজনে শুরুতেই পাততে হচ্ছে ছোট্ট আলাদা সংসার। নাদিয়া স্বপ্ন মনের মতো করে সাজাবে নিজের ঘর। কিন্তু বিয়ের পরপর নতুন চাকরি-নতুন সংসার সব সামলে উঠে ঘর সাজাতে বেশ বেগ পেতে হচ্ছে ফয়সালকে। 

জেনে নিন লিমিটেড বাজেটে ঘর সাজানোর কিছু টিপস: 

•    ঘরটি কত বড় এবং এটি কী কাজে ব্যবহার করা হবে, প্রথমেই ঠিক করে নিন 

•    এবার পরিকল্পনা করে, সে অনুযায়ী একটি লিস্টও তৈরি করুন

•    ছোট ঘরে এমন হালকা রং আর বড় ঘরে গাঢ় ব্যবহার করুন। দেয়ালগুলোতে এক রঙের পরিবর্তে রাঙাতে পারেন বিভিন্ন রঙেও 

ঘর সাজাতে

•    ঘরের ফার্নিচার ঐতিহ্যবাহী, দেশি বা আধুনিক যেমনই হোক না কেন তা হতে হবে সবার থেকে আলাদা


•    হালকা এবং কম ফার্নিচার নির্বাচন করুন যেমন দেয়াল আলমারি বা শো কেস যা জায়গা সাশ্রয়ী।

 

•    হাতিল-ব্রাদার্স, পারটেক্স এসব বড় শোরুমগুলো থেকে ফার্নিচার কিনতে পারছেন না, তাই মন খারাপ? চলে যান পান্থপথ বা মিরপুর। সব সেম ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন সাধ্যের মধ্যে 

•    এরপরও যদি বাজেটে টান পড়ে, তবে কিনে নিন সুন্দর ডিজাইনের প্লাস্টিকের ফার্নিচার। সোফা-ডাইনিং টেবিল-চেয়ার-ওয়ারড্রব সবই রয়েছে 

•    খাটের পরিবর্তে মেঝেতে রাখতে পারেন ম্যাট্রেস

•    আলাদা ডেসিং টেবিল না কিনে আলমারির সঙ্গেই বড় ‍আয়না দেখে কিনুন 

•    যদি সম্ভব হয় একটা টিভি কিনুন, দুজনের সময়গুলো ভালো কাটবে

•    তবে ঘরের পর্দা, বিছানার চাদর আর কুশন এগুলো কেনার সময় একটু সচেতন থাকুন। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু ঘরের শোভা বাড়ায়।  

•    জুতাগুলো গুছিয়ে রাখতে চাই সুন্দর একটা জুতার তাক 

•    বসার ঘরে রাখতে পারেন ম্যাগাজিন স্ট্যান্ড ও মাটির ল্যাম্প।  

•    একগুচ্ছ তাজা ফুল রাখুন, ঘর সেজে উঠবে সঙ্গে মনও ভালো থাকবে।  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।