ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মোহাম্মদপুরে ‘রঙ’-এর শোরুম উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
মোহাম্মদপুরে ‘রঙ’-এর শোরুম উদ্বোধন ছবি : পিয়াস/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফ্যাশন হাউজ রঙ-এর ১০ম শোরুমের উদ্বোধন হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শিক্ষাবিদ শ্যামলী নাসরিন ও শিল্পী মুক্তিযোদ্ধা বীরেন সোম শোরুমটির উদ্বোধন করেন।



বিভিন্ন ধরনের শাড়ি, সেলোয়ার কামিজ, পাঞ্জাবি ও অলংকার রয়েছে শোরুমটিতে।

উদ্বোধনকালে শ্যামলী নাসরিন ও বীরেন সোম বলেন, দেশীয় ব্র্যান্ডের গুণাগুণ সম্পন্ন পণ্য বাজারে আনা উচিত, যা রঙ করছে। তরুণদের জন্য হাল-ফ্যাশনের বিভিন্ন ডিজাইনতো রয়েছেই। রঙের এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

১৯৯৪ সালে ‘রঙ’ ফ্যাশন হাউজ হিসেবে যাত্রা শুরু করে।

রঙ-এর কর্মকর্তা মো. তৌসিক আহমেদ বলেন, মোহাম্মদপুরের ক্রেতাদের কথা মাথায় রেখেই টোকিও স্কয়ারে এই শাখাটি খোলা হয়েছে। পছন্দের প্রতিটি পণ্যই এখানে পাবেন ক্রেতারা। পোশাক, এক্সেসরিজ, হোমটেক্সটাইল থাকবে নতুন আঙ্গিকে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ইউএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।