ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, মার্চ ১৫, ২০১৭
বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকের কারাদণ্ড

বরিশাল: বরিশালে টাকা আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বরিশালের বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত শাখা ব্যবস্থাপক দেলোয়ার হাসান যশোরের ছাতিয়ানতলা এলাকার বাসিন্দা।

আদালত সূত্র জানিয়েছে, দেলোয়ার হাসান ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত  গ্রামীণ ব্যাংকের বরিশালের রায়পাশা-কড়াপুর শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময়ে তিনি গ্রাহকের ৫ লাখ ২২ হাজার ১০৫ টাকা উত্তোলন করেন। পরে সেই টাকা জমা না দিয়ে আত্মসাত করেন।

এ অভিযোগে দুদক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ ডিসেম্বর কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

২০১৪ সালের ১০ অক্টোবর দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।