ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

খালেদা জিয়া-তারেক রহমানের নামে মিথ্যা মামলা

সাবেক দুদক চেয়ারম্যানসহ চারজনের নামে মামলার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, মে ১৮, ২০২৫
সাবেক দুদক চেয়ারম্যানসহ চারজনের নামে মামলার আবেদন ফাইল ফটো

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে জাল-জালিয়াতি ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১৮ মে) ঢাকার অতিরিক্ত টিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে মামলার আবেদন করেন হারুন অর রশিদ নামে এক ব্যক্তি।

আবেদনে দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, সাবেক কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেস উর রহমানকে আসামি করার আর্জি জানানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৫ মে এ বিষয়ে আদেশের দিন রেখেছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, আসামিরাসহ অচেনা ব্যক্তিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার আগে মিথ্যা অভিযোগ সৃজনে যে পরিকল্পনা, বৈঠক ও ষড়যন্ত্র করেছেন, তা বাংলাদেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ।

কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।