ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

ছাপাখানার ভুত | রানাকুমার সিংহ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
ছাপাখানার ভুত | রানাকুমার সিংহ

তেঁতুল গাছে ভুত থাকে আর
ভুতের বাড়ি কই
ভুতের আবাস অনেকখানে
যেমন ধরো বই।

বইয়ের ভেতর ভুত! আচানক
মাতাল নাকি তুই
হয় না বিলিভ? দ্যাখ্ নিজে দ্যাখ্
‘দই’ লিখেছে ‘দুই’!

বলছে নাকি ‘দুই’ মজাদার
‘রই হয়েছে ‘রুই’
ভুত করেছে শিওর আমি
‘সই’ তবে কি ‘সুই’?

ছাপাখানার ভুতের আছর
ভাবছি বসে মুই
অশরীরী গল্প ভুতের 
এই ছড়াতে থুই।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।