ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

বাবা আমার | সৈয়দ ইফতেখার

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, জুন ২১, ২০২০
বাবা আমার | সৈয়দ ইফতেখার

বাবা তুমি মাথার ওপর
বিশাল বটের ছায়া
বাবা তুমি পাশে থাকা
আদর মাখা মায়া।

বাবা হলেন আদেশ আমার
আজ সফল প্রেরণা
বাবা হলেন পথের দিশা
সব জয়ের চেতনা।

বাবা আমার প্রিয় মানুষ
শ্রেষ্ঠ ভালোবাসা
বাবা আমার মহান পুরুষ
আমার যত আশা।

বাবা তোমায় হয়নি বলা
কত ভালোবাসি
ক্ষমা করো, ভুল করেছি
একটু কাছে আসি?

দিও তোমার পায়ের ধুলো
ধন্য হবো আমি
তুমি ছাড়া অধম ছেলে
জানেন অন্তর্যামী।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ২১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।