ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

বৈশাখের ভয় | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, মে ১৪, ২০১৯
বৈশাখের ভয় | সুমন বিশ্বাস প্রতীকী ছবি

বুক করে ধড়ফড়
কখন আসে ঝড়
এলো বৈশাখ মাস,
কালবৈশাখী ভয়

কখন যে কি হয়
হবে কত সর্বনাশ!
 
মনে জাগে শঙ্কা
ওই বাজে ডঙ্কা
কেঁপে ওঠে আসমান,
কৃষক ব্যস্ত মাঠে
কৃষাণীও সদা খাটে
উঠোনে ছড়ান ধান।
 
কষ্টের এ ফসল
ত্বরা সেরে ঘরে তোল
মানবের এ গৃহলক্ষ্মী,
কাজে যদি দিবি ঢিল
হবে বড় মুশকিল
সামনে হবি দুঃখী।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।