ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

শীতের কাঁপন | শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, জানুয়ারি ১৩, ২০১৮
শীতের কাঁপন | শাহজাহান মোহাম্মদ প্রতীকী ছবি

মাঘের শীতে বাঘ কাঁপে
কাঁপে সকল মানুষ
পথশিশু গরিব দুঃখী
নয়কো তারা ফানুস।

শীতের কাঁপন নেই তাদের
শীতের আনাগোনায়
বড় বড় সাহেব বাবুর
আসে না বিবেচনায়।

নেতা নেত্রী জনসভায় 
বাকুম বাকুম ডাকে
দেবো ঘুঁচিয়ে সকল দুঃখ 
দেয় যদি ভোট তাকে।

দেয়া-নেয়ার গল্প কথা
পত্রপত্রিকায় আসে
ক্ষমতায় গিয়ে তারা
অট্টালিকায় ভাসে।

বড় বড় দালান ঘরে
রুম হিটার দিয়ে
ব্যস্ত সবাই যার যা মতো
আমোদ ফূর্তি নিয়ে!

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।