ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

গাজীপুরে শিশু অধিকার সংসদীয় ককাসের বার্ষিক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, ডিসেম্বর ৮, ২০১৫
গাজীপুরে শিশু অধিকার সংসদীয় ককাসের বার্ষিক সভা

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে দুই দিনব্যাপী শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সভায় অনুষ্ঠানটি সোমবার (০৭ ডিসেম্বর) শুরু হয়।

কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী  বিনোদন কেন্দ্রে আয়োজিত সভায় শিশুদের অধিকার ও নির্যাতনের উপর আলাদা বাজেট সর্ম্পকে বিভিন্ন আলোচনা হয়।
সভায় সংসদ সদস্য মো. সামছুল আলম দুদু, কাজী রোজি, উম্মে রাজিয়া কাজল, জেবুন্নেছা আফরোজ, ডা. এনামুর রহমান, কামরুন্নাহার চৌধুরী, হোসনে আরা লুৎফা ডালিয়া প্রম‍ুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।