ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

খেঁকশিয়ালের বিয়ে

মঈনুল হক চৌধুরী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪১, জুলাই ৩১, ২০১০
খেঁকশিয়ালের বিয়ে

ঢ্যাম কুড় কুড়
ঢ্যাম কুড় কুড়
বাদ্য বাজে ইয়ে,

রোদ বৃষ্টি
রোদ বৃষ্টি
খেঁকশিয়ালের বিয়ে।

বনের মাঝে
সকাল সাঁঝে
খুশির মেলা তাই,

তাক ধিনতা
তাক ধিনতা
ঝগড়া ঝাটি নাই।



ঢ্যাম কুড় কুড়
ঢ্যাম কুড় কুড়
খুশীর কলরব,

বানর নাচে
কেওড়া গাছে
চারদিকে উৎসব।







বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।