ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

সাবাস সাকিব সাবাস টাইগার | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, নভেম্বর ৭, ২০১৪
সাবাস সাকিব সাবাস টাইগার | আলেক্স আলীম ছবি:শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাবাস সাকিব সাবাস টাইগার

কে এনেছে জয় আর
কে নামালো ধস
এক ম্যাচে সেঞ্চুরি
উইকেট দশ!

নাম তার সাকিব আল
তুলনা কি হয়
তুলে নিলো কী সহজে
বাংলার জয়।

দেশ জুড়ে টাইগার
করে গর্জন
রেকর্ডের ছড়াছড়ি
সেরা অর্জন।



বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।