ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

অসাম্প্রদায়িক চেতনায় শিশুদের গড়ে তুলুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, জুন ৬, ২০১৪
অসাম্প্রদায়িক চেতনায় শিশুদের গড়ে তুলুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশুদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন ‘চাঁদের হাট’র ৪০ বছর পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



তিনি বলেন, এ সরকার বাজেটে শিশুদের জন্য উপযুক্ত বরাদ্দ দিয়েছে। সরকার শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শিশুরা যেন রাজনৈতিক সহিংসতার শিকার না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।

এর আগে, সকাল ৯টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চাঁদের হাটের বর্ষপূর্তি উৎসবের সূচনা হয়। উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী।

পরে একটি আনন্দ শোভাযাত্রা প্রেসক্লাব থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ঘুরে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়।

চাঁদের হাট’র চেয়ারম্যান জাকারিয়া পিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শিশু সাহিত্যিক, ছড়াকার রফিকুল হক দাদু  ভাই।

১৯৭৪ সালের ১৪ এপ্রিল অধুনালুপ্ত সাপ্তাহিক পরবর্তীতে দৈনিক পূর্বদেশের ছোটদের পাতা চাঁদের হাট থেকে এই সংগঠনের জন্ম। ‘আমরা সুন্দর হব’ শীর্ষক শ্লোগানে যাত্রা করে শিশু কিশোর ও যুব সংগঠন চাঁদের হাট।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।