ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

খুকুর ছবি আঁকা ।। শাহানারা রশীদ ঝরণা

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, মে ৫, ২০১৪
খুকুর ছবি আঁকা ।। শাহানারা রশীদ ঝরণা

খুকুর আাঁকা ছবিখানি দেখতে লাগে বেশ
রং-তুলিতে আঁকে খুকু শ্যামল সবুজ দেশ।
নরম ডানা পাখির ছানা বলাকা গাংচিল
রাখাল ছেলে, মাঠের কিষাণ শাপলা ভরা বিল
গাঁয়ের বধূর মিষ্টি হাসি ডালিম রাঙা গাল
আঁকে খুকু যতন করে নৌকো নদী পাল।



বন বনানী সবুজ পাতা আশোক তমাল গাছ
জলের পুকুর, কলমি, কমল, কৌড়ি, হাঁস-মাছ
সিংহ হরিণ শেয়াল হাতি দুষ্টু বাঘের মুখ
রঙে দোলা মেঘের মিনার নীলাকাশের বুক।
 
ঘাসফড়িং ও প্রজাপতি হলুদ রাঙা ফুল
সাগর পাহাড় আঁকতে খুকুর হয়না কভু ভুল
ছয় বেহারা, পালকি-বধু পদ্ম পাতায় জল
মায়ের নাকে সোনার নোলক, শুকতারা ঝলমল
বাঁশ বাগান ও গরুর গাড়ি, মেঠো পথের বাঁক
দোয়েল শ্যামা বক কবুতর, ময়না ঘুঘুর ঝাঁক
আঁকা শেষে লক্ষ্মী খুকুর যায় ভরে দুই চোখ
সৃষ্টি সুখের আনন্দেতেই হয় নিজে সার্থক।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মে ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।