ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

বিশ্ব শিশুদিবস

আজকে ছোট কালকে মোরা বড় হবো ঠিক

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
আজকে ছোট কালকে মোরা বড় হবো ঠিক

আজকে ছোট কালকে মোরা বড় হবো ঠিক! জ্ঞানের আলোয় আমরা আলো করবো চতুর্দিক!

আলোকিত বিশ্ব গড়ার জন্য তোমাদের এই স্বপ্নের একটি দিন ‘বিশ্ব শিশুদিবস’। বিশ্বের সব শিশুদের জন্য জাতিসংঘ এই দিনটি ঘোষণা করেছে।



দিনটিকে ঘিরে প্রতিবারই আমাদের দেশে সরকারি-বেসরকারিভাবে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু হতাশার কথা হচ্ছে আজও আমাদের দেশের শিশুদের অধিকার নিশ্চিত হয়নি।

জাতিসংঘ শিশু অধিকার সনদের প্রথম স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম দিকে থাকলেও দেশের অনেক শিশু এখনো রাতে না খেয়ে ঘুমাতে যায়।

এই রাজধানীর ফুটপাতেই রাত কাটায় হাজার হাজার শিশু। সকালের ঘুম শেষ না হতেই যাদের ছুটতে হয় দুই টাকার খবরওয়ালা হয়ে।

ওদের কথা না হয় বাদই দিলাম। কিন্তু তোমাদের....

যারা সুবিধাপ্রাপ্ত শিশু তারাও কি পাচ্ছে তাদের অধিকার? পড়াশোনার চাপে ইট-কাঠের শহরে আজ তাদের কেবলই নি:শ্বাস বন্ধ হয়ে আসে।

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ইপসিতার কথায় ‘পড়া, ঘুম, স্কুল। এই আমাদের জীবন। ’

এভাবে কতদিন চলবে? আর কতদিন শিশুরা না খেয়ে ঘুমাতে যাবে? কতদিন শিশুরা পড়াশোনার চাপে বাসায় বন্দি হয়ে থাকবে?

বিশ্ব শিশু দিবসে আমরা চাই একটি আলোকিত বাংলাদেশ। মুক্ত বাংলাদেশ। যেখানে শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। পড়াশোনার পাশাপাশি পাবে সব ধরণের সুযোগ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।