ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মরক্কোর বিপক্ষে ম্যাচ হেরে বেলজিয়ামে দাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
মরক্কোর বিপক্ষে ম্যাচ হেরে বেলজিয়ামে দাঙ্গা মরক্কোর কাছে হারায় রাস্তায় নেমে যায় বেলজিয়ামের বহু বিক্ষুব্ধ সমর্থক

কাতার বিশ্বকাপের মঞ্চে মরক্কোর কাছে ২-০ গোলে হারায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দাঙ্গা সৃষ্টি হয়েছে। বিভিন্ন দোকানে ভাঙচুর ও বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

রাস্তায় নেমে যায় বহু বিক্ষুব্ধ সমর্থক।

রোববার (২৮ নভেম্বর) বেলজিয়াম-মরক্কোর ম্যাচ শেষে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

এদিকে বিবিসি জানিয়েছে, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ১১ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

আল-জাজিরার এক প্রতিবেদনে পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরে বলেছেন, ম্যাচে হেরে যাওয়ার পর কিছু সমর্থক লাঠি হাতে সজ্জিত ছিল। তাদের ব্যবহার করা আতশবাজির মুখে একজন সাংবাদিক হয়েছেন।

এদিকে জনগণকে শহরের কেন্দ্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ। তিনি জানান, কর্তৃপক্ষ রাস্তায় শৃঙ্খলা বজায় রাখার যথাসাধ্য চেষ্টা করছে।

এক টুইট বার্তায় ক্লোজ বলেছেন, আজ বিকেলের ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। পুলিশ ইতোমধ্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন।

মহাশক্তিধর বেলজিয়ামকে বিশ্বকাপের মঞ্চে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। ফিফা র‍্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ইউরোপের এ দেশটিকে গতকাল ২ গোলে হারায় উত্তর আফ্রিকার মরক্কো।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২ 
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।