ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচনে জয়ী নেতানিয়াহুর জোট 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
ইসরায়েলের নির্বাচনে জয়ী নেতানিয়াহুর জোট 

ফের সরকার গঠনের সুযোগ পাচ্ছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ডানপন্থি এই নেতার নেতৃত্বাধীন কোয়ালিশন দল ইসরায়েলি নির্বাচনে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ইসরায়েলের সাধারণ নির্বাচনের ফল প্রকাশিত হয়।

এতে দেখা যায়, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ১২০টি আসনের মধ্যে ৬৪টি আসন পেয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোয়ালিশন দল । তার প্রতিদ্বন্দ্বী ইয়াইর লাপিদ ও তার সহযোগী দলগুলো পেয়েছে ৫১টি আসন।

এই দুই নেতাকে সমর্থন না দেওয়া হাদাশ পার্টি পেয়েছে পাঁচটি আসন।

এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।

নভেম্বরে ফল আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হলে দলগুলোর সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।  

ফিলিস্তিন রাষ্ট্র তৈরির ঘোরবিরোধী নেতানিয়াহু। তিনি পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পক্ষে। আন্তর্জাতিক আইনে  পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনা অবৈধ হলেও তা মানে না ইসরায়েল।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ৪ নভেম্বর, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।