ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
ফের গাজায়  ইসরায়েলের বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা হামাসের অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আল আকসা মসজিদে সাম্প্রতিক সময়ে উত্তেজনার পর এই ঘটনা ঘটল।

ফিলিস্তিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সকালে গাজা উপত্যকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইহুদিদের যুদ্ধবিমানের জবাব দিয়েছে।

খবরে আরো বলা হয়, অধিকৃত গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হলে ইসরায়েলের বাহিনী তা প্রতিহত করে। এরপর তারা গাজা উপত্যকায় বিমান চালায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্প্রতি ফিলিস্তিনের আল আকসা মসজিদে অভিযান চালায় ইহুদি বাহিনী। তারা অন্তত ৪শ ফিলিস্তিনিকে গ্রেফতার করে, সংঘর্ষে আহত হয় ১৬০ জনের বেশি।

এই ঘটনার পর ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াইরত সংগঠন হামাস ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলে—আল আকসা মসজিদে কোনো ঘটনা হবে রেড লাইন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।