ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা: ভারতে জুনে ১২০০০ মৃত্যু, শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫০৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ১, ২০২০
করোনা: ভারতে জুনে ১২০০০ মৃত্যু, শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫০৭

ভারতে করোনা পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে মোড় নিচ্ছে। সদ্য বিগত জুন মাসে দেশটিতে ব্যাপক মাত্রায় করোনার প্রকোপ দেখা যায়। সরকারি হিসেবে ভারতে এখন পর্যন্ত করোনায় সর্বমোট মৃত্যু ও শনাক্তের প্রায় ৭০ শতাংশই ঘটে গত মাসে। এরই মাঝে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৫০৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের ব্যবধানে এখন পর্যন্ত সর্বোচ্চ।  

বুধবার (১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

খবরে বলা হয়, ভারতে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় ১৭ হাজার ৪০০ জনের প্রাণহানি হয়েছে।

এর মধ্যে জুন মাসেই প্রায় ১২ হাজার মৃত্যুর ঘটনা ঘটে। অন্যদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৫ লাখ ৮৫ হাজার ৪৯৩ জনের। এর মধ্যে জুনেই শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি।  

ভারতের স্বাস্থ্য বিভাগ জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৮ হাজার ৬৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।  

পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানায়, ভারতে এখন পর্যন্ত শনাক্তদের মধ্যে এরই মাঝে সাড়ে ৩ লাখের মতো সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এখনও অসুস্থ সোয়া ২ লাখের মতো। এদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় ৯ হাজার।  

এদিকে কিছুদিন আগেই বিশেষজ্ঞরা সতর্কতা জানিয়ে বলেছেন, বর্ষা মৌসুমে, অর্থাৎ জুলাই ও আগস্টের মধ্যে ভারতে করোনা সংক্রমণ পিকে (সর্বোচ্চ সীমা) পৌঁছাবে।   

সার্বিকভাবে করোনার প্রকোপ বেড়ে চললেও জুনের শুরুর দিকে অর্থনৈতিক ধস কাটাতে ভারত লকডাউন শিথিল করে। এরপর থেকে সেখানে করোনা আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০১, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।