ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

সুপার টাইফুন রাগাসার তাণ্ডব: তাইওয়ানে ১৪ জন নিহত, নিখোঁজ ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২১, সেপ্টেম্বর ২৪, ২০২৫
সুপার টাইফুন রাগাসার তাণ্ডব: তাইওয়ানে ১৪ জন নিহত, নিখোঁজ ৩০

দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত হয়েছে তাইওয়ান। এ পর্যন্ত দেশটিতে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩০ জনের খোঁজ মেলেনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিনভর প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ হচ্ছে দ্বীপজুড়ে।

রাগাসার প্রভাবে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অপর স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়েও বুধবার দিনভর ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত হয়। তবে হংকং থেকে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় উপকূলে ভয়াবহ তাণ্ডব চালিয়ে সোমবার বিকেল ৩টার দিকে (স্থানীয় সময়) প্রথম আঘাত হানে রাগাসা। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগের প্রবল বাতাসে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মঙ্গলবার রাতের দিকে টাইফুনটি প্রবেশ করে তাইওয়ানের উপকূলে।

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপের উপকূলে প্রথম আছড়ে পড়েছিল রাগাসা। দ্বীপটি তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের খুব কাছাকাছি হওয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানেই তাইওয়ানকে তছনছ করে দেয় এই সুপার টাইফুন।

ফিলিপাইন, চীন ও তাইওয়ানের আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরের একটি শক্তিশালী নিম্নচাপ থেকে সৃষ্ট এই রাগাসা এতটাই শক্তিধর যে তাকে ‘সুপার টাইফুন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তাইওয়ানের জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধারকাজে তৎপরতা চালাচ্ছে। নিখোঁজদের খোঁজে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।