ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৫০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৫০ সংগৃহীত ছবি

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সময় ভোরে আদামাওয়া জেলায় মুসল্লিরা নামাজ পড়তে গেলে হামলা চালানো হয়।

পুলিশ কর্মকর্তা ওথমান আবুবকর জানান, বয়সে তরুণ আত্মঘাতী হামলাকারী মুসল্লিদের লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

তবে বালমাদি বেলো নামের এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে দুইজনকে শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে তারাই হামলা চালিয়েছে।  

সন্দেহ করা হচ্ছে, ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম এ ঘটনা ঘটিয়েছে। তবে এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

**নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

বাংলাদেশ সময়:  ০৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।