ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

কিম জং-উনের সৎ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
কিম জং-উনের সৎ ভাইয়ের রহস্যজনক মৃত্যু কিম জং-নাম (ফাইল ছবি)

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সৎ ভাই কিম জং-নাম (৪৫) মালয়েশিয়ায় মারা গেছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির রাজধানী কুয়ালালামপুরে বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উত্তর কোরিয়ার সরকারের একটি সূত্র জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে তিনি মারা যেতে পারেন।

তিনি হঠাৎ-ই যখন অসুস্থ হন, তখন তার পাশে দুই নারীকে দেখা গেছে; তবে তাদের পরিচয় বের করা যায়নি।

এদিকে ময়নাতদন্ত চলছে, এর পরই মৃত্যুর পূর্ণ কারণ সম্পর্কে জানা যাবে।

উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম জং-ইলের বড় ছেলে জং নাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর; নাম জীবনের বেশির ভাগ সময়ই দেশের বাইরে কাটিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।