ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ভ্যালেন্টাইনস ডে উদযাপনে নিষেধাজ্ঞা পাকিস্তানি হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ভ্যালেন্টাইনস ডে উদযাপনে নিষেধাজ্ঞা পাকিস্তানি হাইকোর্টের ভ্যালেন্টাইনস ডে উদযাপনে ‍নিষেধাজ্ঞা পাকিস্তানি হাইকোর্টের

ঢাকা: জনসমাগমস্থলে ভ্যালেন্টাইন’স ডে উদযাপন নিষিদ্ধ করলো পাকিস্তানের উচ্চ আদালত। সোমবার ( ফেব্রুয়ারি ১৩) ইসলামাবাদের হাইকোর্ট এ আদেশ জারি করে দেশজুড়ে জনসমাগমস্থল এবং সরকারি অফিসগুলোতে ভালোবাসা দিবসের যে কোনো উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেন।

অবিলম্বে আদেশটি কার্যকরে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয় ও  দেশটির ইলেক্ট্রনিক্স গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারপতি শওকত আজিজ।  

একই সঙ্গে দেশের সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে অবিলম্বে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রচার-প্রচারণা ও অনুষ্ঠান প্রচার না করতেও নির্দেশ দিয়েছেন তিনি।

ভ্যালেন্টাইনস ডে’কে অনৈসলামিক আখ্যা দিয়ে এর উদযাপন নিষিদ্ধ চেয়ে রিট করেছিলেন আব্দুল ওয়াহিদ নামের এক ব্যক্তি।

দিবসটির উদযাপন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে পাকিস্তানে। দেশটির শহুরে মধ্যবিত্ত শ্রেণি বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে রয়েছে ভ্যালেন্টাইনস’ ডে’র ব্যাপারে ইতিবাচক মনোভাব। ইসলামাবাদ, করাচি লাহোরসহ পাকিস্তানের বড় শহরগুলোর রেস্টুরেন্টগুলো এ উপলক্ষ্যে বিশেষ আয়োজনও করে থাকে।

তবে রক্ষণশীলরা দিবসটিকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে প্রতি বছরই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।