ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ডুবতে বসা জাহাজ থেকে ২৬ উ. কোরীয় উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ডুবতে বসা জাহাজ থেকে ২৬ উ. কোরীয় উদ্ধার জাহাজটি শেষ পর্যন্ত পুরোপুরি ডুবে যায়

ঢাকা: জাপান উপকূলে ডুবতে বসা একটি কার্গো জাহাজ থেকে উত্তর কোরিয়ার ২৬ নাগরিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদেরকে হেফাজতে রাখার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সময় বুধবার (১১ জানুয়ারি) দিনের শেষভাগে এ ঘটনা ঘটে।

কার্গো জাহাজটি থেকে বিপদ সংকেত পেয়ে জাপানের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গোতো আইল্যান্ড থেকে ৩৮ মাইল দূরে কায়শো প্রিফেকচারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এক কর্মকর্তা জানান, আমরা যখন উদ্ধারস্থলে পৌঁছাই ততক্ষণে জাহাজের কর্মীরা লাইফ জ্যাকেট ও লাইফ বোট নিয়ে প্রস্তুত ছিলেন। উদ্ধার উত্তর কোরিয়ার নাগরিকরা সামান্য আঘাত পেলেও নিরাপদ রয়েছেন।
 
এদিকে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল নাগাদ জাহাজটি পুরোপুরি ডুবে গেছে বলে জানা গেছে। প্রাথমিক দুর্ঘটনার কারণ জানা যায়নি।

উত্তর কোরিয়ার সঙ্গে জাপানের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।