ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

টাইফুন ‘নক-টেন’র আঘাতে প্রাণহানি বেড়ে ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
টাইফুন ‘নক-টেন’র আঘাতে প্রাণহানি বেড়ে ৬ টাইফুন ‘নক-টেন’ এর আঘাতে ফিলিপাইনে জীবনযাত্রায় বিঘ্ন

বড়দিনে ফিলিপাইনে আঘাত হানা টাইফুন ‘নক-টেন’ এর আঘাতে প্রাণহানি বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া কমপক্ষে ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ঢাকা: বড়দিনে ফিলিপাইনে আঘাত হানা টাইফুন ‘নক-টেন’ এর আঘাতে প্রাণহানি বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া কমপক্ষে ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

গত রোববার (২৫ ডিসেম্বর) টাইফুনটি দেশটির পাঁচটি প্রদেশে আঘাত হানে। এতে অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। প্রায় ১০ হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েন। হঠাৎ বন্যায় রাস্তাঘাট যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। কোথা কোথাও ভূমি ধসের ঘটনাও ঘটে।

প্রাণহানি ও নিখোঁজের বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এমভি স্টারলাইট আটলান্টিক নামে বাতানগাস উপকূলে একটি ফেরি ডুবির ঘটনায় একজন নিহত ও ১৮ জন নিখোঁজ হন। অপর পাঁচজন নিহত হয়েছেন বন্যা ও ঝড়ের কবলে পড়ে।

‘নক টেন’ স্থানীয়ভাবে ‘নিনা’ নামে পরিচিত। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ম্যানিলার দক্ষিণে প্রতি ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে টাইফুনটি আঘাত হানে। পরে তা ১৩০ কিলোমিটার বেগে দমকা হওয়ায় রূপ নেয়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।