আফগানিস্তান ভৌগোলিক অবস্থানের কারণেই ভূমিকম্পপ্রবণ দেশ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
সবশেষ কুনার প্রদেশে ভূমিকম্পে ৮০০ জনের বেশি প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। গত এক দশকে দেশটিতে সংঘটিত বড় ভূমিকম্পগুলোর বিবরণ নিচে তুলে ধরা হলো।
আগস্ট ২০২৫, কুনার ও নানগারহার
২০২৫ সালের ৩১ আগস্ট মধ্যরাতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে কুনার ও নানগারহার প্রদেশে। কুনারে অন্তত ৬০০ জন এবং নানগারহারে আরও ১২ জন নিহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানান, ভূমিকম্পে বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।
অক্টোবর ২০২৩, হেরাত প্রদেশ
২০২৩ সালের অক্টোবরে হেরাত প্রদেশে টানা তিন দফা ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ৭ অক্টোবর প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার কম্পন অনুভূত হয়। তিন দিন পর, ১১ অক্টোবর আবারও একই মাত্রার ভূমিকম্প হয়। এরপর ১৫ অক্টোবর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে পুরো এলাকা কেঁপে ওঠে।
ব্রিটিশ রেড ক্রসের তথ্যানুসারে, এই তিন দফায় অন্তত দুই হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়। এটিকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে।
মার্চ ২০২৩, বাদাখশান
২০২৩ সালের ২১ মার্চ বাদাখশান প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী এই প্রদেশে অন্তত ১৩ জন প্রাণ হারান। পাহাড়ি এলাকা হওয়ায় অনেক ঘরবাড়ি ধসে পড়ে।
সেপ্টেম্বর ২০২২, কুনার ও নানগারহার
২০২২ সালের সেপ্টেম্বরে কুনার ও নানগারহার প্রদেশে দুই দফা ভূমিকম্প হয়। প্রথমটির মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং দ্বিতীয়টির ৪ দশমিক ৬। এই ঘটনায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
জুন ২০২২, পাকতিকা, পাকতিয়া, খোস্ত ও নানগারহার
২২ জুন পূর্ব আফগানিস্তানের পাকতিকা, পাকতিয়া, খোস্ত ও নানগারহার প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ঘরবাড়ি ধসে পড়ে অন্তত এক হাজার জন নিহত হন। এটি সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প ছিল।
জানুয়ারি ২০২২, বাদগিস প্রদেশ
২০২২ সালের ১৭ জানুয়ারি বাদগিস প্রদেশের কাদিস জেলায় ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, এতে অন্তত ২৬ জন প্রাণ হারান।
অক্টোবর ২০১৫, হিন্দুকুশ অঞ্চল
২০১৫ সালের ২৬ অক্টোবর উত্তর-পূর্ব আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। আন্তর্জাতিক রেড ক্রসের তথ্যানুসারে, কেবল আফগানিস্তানেই অন্তত ১১৭ জন নিহত হন। পাকিস্তানের সরকারি হিসাবে প্রতিবেশী দেশটিতে প্রাণ হারান আরও ২৭২ জন। ভূমিকম্পের কম্পন ভারতসহ আশপাশের বহু দেশেও অনুভূত হয়েছিল।
আরএইচ