ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় ফের ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, আগস্ট ২৮, ২০২৫
সিরিয়ায় ফের ইসরায়েলের হামলা গোলান মালভূমি ও সিরিয়ার সীমান্ত এলাকায় চলাচলের সড়ক

ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কিসওয়ারে হামলা চালিয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার ফ্যাক্ট-চেকিং সংস্থার যাচাই করা ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি যুদ্ধবিমান ওই অঞ্চলের একটি সাবেক সেনা ব্যারাকে আঘাত হানছে।

সিরিয়ার একটি সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি সেনারা চারটি হেলিকপ্টারের সাহায্যে ওই ব্যারাকে নেমে অভিযান চালায়।

সূত্রটির মতে, ইসরায়েলি সেনারা সেখানে ডজনখানেক সৈন্য এবং অনুসন্ধান সরঞ্জাম নিয়ে গিয়ে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় অবস্থান করে।

তবে অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের সঙ্গে সিরিয়ার সেনাদের কোনো সংঘর্ষ হয়নি।  

এর আগের দিন একই এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় ছয়জন সিরীয় সেনা নিহত হন। এর পরপরই নতুন এই অভিযান চালানো হলো।  

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকার অভিযোগ করছে, ইসরায়েল অঞ্চলটিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।  

মন্ত্রণালয় আরও জানায়, এ পদক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়াজুড়ে শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে।  

পাশাপাশি তারা গোলান মালভূমির দখল বাড়িয়ে নিরস্ত্রীকরণ বাফার জোনও দখল করেছে, যা ১৯৭৪ সালের সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।