ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার পুণর্গঠনে মোহাম্মদ বিন সালমানের সহায়তার প্রতিশ্রুতি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, ফেব্রুয়ারি ৩, ২০২৫
সিরিয়ার পুণর্গঠনে মোহাম্মদ বিন সালমানের সহায়তার প্রতিশ্রুতি 

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব বেছে নিলেন।  

তার এই প্রথম বিদেশ সফরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা সমর্থনের উপায় নিয়ে আলোচনা করেছেন।

এই বৈঠকে, তারা দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক এবং সেগুলোকে আরও বর্ধিত করার সুযোগ নিয়ে কথা বলেন।

মোহাম্মদ বিন সালমান আল-শারাকে তার সাম্প্রতিক প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়ে সিরিয়ার জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণে সফলতা কামনা করেছেন।  

আল-শারা বলেন, সৌদি আরব তার দেশের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ, এবং প্রিন্স মোহাম্মদের সাথে দীর্ঘ বৈঠকের সময় তারা সিরিয়ার ভবিষ্যৎ গঠনে সমর্থনের একটি সত্যিকারের ইচ্ছা অনুভব করেছেন।

গত মাসে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্কে সফর করেছিলেন এবং বলেছিলেন সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করছে। এই  নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

মোহাম্মদ বিন সালমান সঙ্গে আল-শারার এই বৈঠকটি কেবল একটি রাজনৈতিক আলোচনা নয়, বরং সিরিয়ার ভবিষ্যতের জন্য একটি সম্ভাব্য সহযোগিতার সূচনা হতে পারে, যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

সূত্র: আরব নিউজ

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।