ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেনে লেপার্ড ২ ট্যাংক পাঠাল জার্মানি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
ইউক্রেনে লেপার্ড ২ ট্যাংক পাঠাল জার্মানি 

জার্মানির লেপার্ড ২ ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

খবর বিবিসি।  

১৮টি ট্যাংক ইউক্রেনের ক্রুদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে অবশ্য তাদের  এই ট্যাংক চালানোয় প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতিরক্ষামন্ত্রী বরিস প্রিস্টোরিয়াস বলেন, তিনি নিশ্চিত যে, এই ট্যাংকগুলো যুদ্ধক্ষেত্রে নিশ্চিতভাবেই অবদান রাখতে পারবে।  

যুক্তরাজ্যের চ্যালেঞ্জার ২ ট্যাকও ইউক্রেনে পৌঁছেছে। ইউক্রেনের কাছ থেকে পাওয়া এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে গত কয়েক মাস ধরেই আধুনিক অস্ত্রশস্ত্র পাওয়ার আকুতি জানিয়ে আসছে।  

ইউক্রেন সরকার এখন পর্যন্ত জার্মানির লেপার্ড ২ ট্যাংক পাওয়া নিয়ে কোন মন্তব্য করেনি। তবে  তারা যুক্তরাজ্যের তৈরি চ্যালেঞ্জার ২ ট্যাংক পাওয়ার কথা নিশ্চিত করেছে।

ন্যাটো দেশগুলোর তৈরি করা লেপার্ড ২ ট্যাংক যুদ্ধক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। ইউরোপের দেশগুলো এসব ট্যাংক ব্যবহার করে থাকে।

গেল জানুয়ারিতে জার্মানি ইউক্রেনকে ট্যাংক দিতে রাজি হয়। তবে শুরুর দিকে দিতে রাজি না থাকলেও পরে অন্যান্য দেশকেও অনুমতি দেয় জার্মানি। জার্মান আইন অনুযায়ী, অন্য কোনো দেশ লেপার্ডের পুনঃরপ্তানি করতে চাইলেও বার্লিনের অনুমতি নিতে হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ