মোবাইল অ্যাপ্লিকেশন ‘উমা’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান নজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান। পাশাপাশি গ্রাহক ও অংশীদাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকসেবার সুবিধাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে তৈরি ‘উমা’ একটি নিরাপদ, সহজবোধ্য এবং সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করে। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা পারবেন সম্পূর্ণ অনলাইনে ডিপোজিট অ্যাকাউন্ট খোলা, যা বাংলাদেশের এনবিএফআই খাতে প্রথম, রিয়েল-টাইমে ডিপোজিট ও ঋণ পণ্যের তথ্য দেখা, তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও সার্টিফিকেট ডাউনলোড করা, মোবাইল থেকেই সরাসরি সেবা অনুরোধ জমা দেওয়ার সুবিধা।
অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান নজমুল হাসান বলেন, ইউনাইটেড ফাইন্যান্স সবসময় সেবাকে অগ্রাধিকার দিয়েছে এবং আমি নিশ্চিত উমা গ্রাহকদের জন্য এক নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এনে দেবে। আমি আমাদের সব গ্রাহককে উমা ব্যবহার করে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, উমা আমাদের নিজস্ব টিমের গর্বিত সৃষ্টি, যা বিশেষভাবে আমাদের গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে। সহজ ইউজার ইন্টারফেসের কারণে এটি সব বয়স ও শ্রেণির মানুষের জন্য সহজে ব্যবহারযোগ্য। অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ এবং গ্রাহকের অ্যাকাউন্টের পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে। এটি আমাদের উদ্ভাবনী ও টেকসই কাজের প্রতিশ্রুতির প্রতি একটি বড়ো পদক্ষেপ।
উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান উমা’র মূল বৈশিষ্ট্য ও সুবিধাগুলো উপস্থাপন করেন এবং দেখান কীভাবে এটি গ্রাহকদের যেকোনো সময়, যেকোনো স্থান থেকে তাদের আর্থিক কার্যক্রম পরিচালনাকে সহজ করে।
উমা এখন গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর-এ ডাউনলোডের জন্য উন্মুক্ত। গ্রাহকদের সহায়তার জন্য ধাপে ধাপে টিউটোরিয়াল ও ফিচার হাইলাইট ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে প্রকাশ করা হবে।
এমআইএইচ/আরএ