ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

মৃত্যুশূন্য মমেক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, নভেম্বর ১, ২০২১
মৃত্যুশূন্য মমেক ...

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন শনাক্ত হয়েছে মাত্র দুই জন।

ফলে কমেছে শনাক্তের হার।  

এর আগে গত অক্টোবর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১০৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের করোনা ওয়ার্ডের মূখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন নয়জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে দুইজন চিকিৎসাধীন আছেন। এছাড়াও ১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১২৫টি নমুনা পরীক্ষায় মাত্র দুই জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১ দশমিক ৬০ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৮১ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৫২১ জন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।