ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বিএইউএস’র নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
বিএইউএস’র নতুন কমিটি

ঢাকা:  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনের (বিএইউএস) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির অধ্যাপক ডা. কাজী রফিকুল আবেদীন এবং মহাসচিব ডা. মো. শফিকুল আলম চৌধুরী (শামীম)।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিএইউএস থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, বিএসইউএসর ৩১ সদস্যের কার্যকরী কমিটি নতুন সদস্যরা সোমবার (১১ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করেছেন।

অধ্যাপক রফিকুল ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধান এবং সাবেক পরিচালক। এছাড়া নির্বাচিত মহাসচিব শামীম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এমএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।