ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

ফর্টিসের সঙ্গে শেখ রাসেলের ড্র

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, নভেম্বর ১৩, ২০২২
ফর্টিসের সঙ্গে শেখ রাসেলের ড্র

আজ (১৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম আসর স্বাধীনতা কাপ। উদ্বোধনী দিনে নবাগত ফর্টিস এফসির বিপক্ষে মাঠে নেমেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়ারা।
  
ম্যাচে দুই দলই সমান তালে লড়েছে। সুযোগ কাজে লাগিয়ে ৩৭ মিনিটে এগিয়ে যায় নবাগত ফর্টিস। কর্নার থেকে আসা বলে লাফিয়ে হেড করে লক্ষ্যভেদ করেন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগোস্তো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফর্টিস।

পিছিয়ে পড়া শেখ রাসেল ম্যাচে ফিরতে আক্রমণে আরও মনোযোগী হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর দল। ম্যাচের ৫২ মিনিটেই সমতায় ফেরে রাসেল। দলের হয়ে গোল করেন এমফন উদো। প্রতিপক্ষের রক্ষণে বল কেড়ে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। বাকি সময়ে কোনো দলই আর লক্ষ্যভেদ করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

আগামী ১৭ই নভেম্বর পরের ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ বাংলাদেশ নৌবাহিনী।

বাংলাদেশ সময় : ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।