ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ফুটবল

বিশ্বকাপের জন্য ‘স্ট্র্যাটেজিক’ বিশ্রামে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, জুন ২৯, ২০২৫
বিশ্বকাপের জন্য ‘স্ট্র্যাটেজিক’ বিশ্রামে রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো/সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে সেরা অবস্থায় রাখতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। তাই ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন, বরং আল-নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি।

পর্তুগালের এই কিংবদন্তি ফরোয়ার্ড লক্ষ্য করছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলাকে—যা আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।

৪০ বছর বয়সী রোনালদো সম্প্রতি আল নাসর টিভিকে বলেন, 'ক্লাব বিশ্বকাপে খেলার কিছু প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে সেটা গ্রহণ করার সময় এটা নয়। বরং আমি ভালোভাবে বিশ্রাম নিতে চেয়েছি, প্রস্তুতি নিতে চেয়েছি, কারণ এটা বিশ্বকাপের বছর। '

তিনি বলেন, এই সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র আল-নাসরের জন্য নয়, জাতীয় দলের জন্যও সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে।

২০০৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে এখন পর্যন্ত রোনালদো পর্তুগালের হয়ে ২২১ ম্যাচে করেছেন ১৩৮ গোল। জাতীয় দলের হয়ে খেলেছেন ১১টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে—জিতেছেন ইউরো ২০১৬ ও দুটি নেশনস লিগের শিরোপা।

আল-নাসরের হয়ে তার গোল সংখ্যা ৯৯, ম্যাচ ১১১টি। সামগ্রিক ক্যারিয়ারে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮-এ—অন্য এক হাজার গোলের মাইলফলকের একেবারে কাছাকাছি তিনি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।