ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে সেভিয়া 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, আগস্ট ১৭, ২০২০
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে সেভিয়া  সেভিয়ার খেলোয়াড়দের উল্লাস

২০১৯/২০ মৌসুমের পুরোটা শিরোপাবিহীনই কাটলো ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ আশা হয়ে থাকা ইউরোপা লিগ থেকেও এবার ছিটকে গেলো রেড ডেভিলরা।

 

রোববার (১৬ আগস্ট) রাতে জার্মানির কোলনে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে এক লেগের সেমিফাইনালে এগিয়ে থাকার পরও ২-১ ব্যবধানে হেরেছে ইউনাইটেড।  

ম্যাচের ৯ম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি-কিক থেকে লিড নেয় ওলে গানার সুলশারের দল। মৌসুমে এটি তাদের ২২তম পেনাল্টি। নিজেদের ডি-বক্সের ভেতর মার্কাস রাশফোর্ডকে সেভিয়ার দিয়েগো কার্লোস ফাউল করে বসলে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি।

কিন্তু শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্যবধান ধরে রাখতে পারেনি ইংলিশ জায়ান্টরা। দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে ইউরোপা লিগ বিশেষজ্ঞ সেভিয়া। ২৬তম মিনিটে ডেভিড ডি গিয়াকে বোকা বানিয়ে দলকে সমতায় ফেরান সাবেক লিভারপুল ফরোয়ার্ড সুসো।  

বিরতি থেকে ফিরে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রেড ডেভিলরা।  কিন্তু কয়েকবার সহজ সুযোগ হাতছাড়া করেন তাদের ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল। অন্যদিকে নিজেদের গোলপোস্ট দারুণভাবে সামাল দিয়েছেন ম্যাচের নায়ক সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনো।  

ইউনাইটেড সুযোগ মিস করলেও ভুল করেনি সেভিয়া। ৭৮ মিনিটে রেড ডেভিলদের দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে ডি লুক ডি জংয়ের গোলে এগিয়ে যায় তারা। বাকি সময় লড়াই করেও আর ম্যাচে ফিরতে পারেনি সুলশারের দল।  

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।