ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন সৈয়দপুর পৌরসভা একাদশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২২, সেপ্টেম্বর ১৫, ২০১৯
বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন সৈয়দপুর পৌরসভা একাদশ

নীলফামারী: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুর পৌরসভা একাদশ দল। 

ট্রাইব্রেকারে ৫-৪ গোলে প্রতিপক্ষ বাঙালিপুর ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।  

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) হাফিজুর রহমান চৌধুরী।  

এসময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজমল হোসেন, সানজিদা বেগম লাকী প্রমুখ।  

গত ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ওই টুর্নামেন্টটি শুরু হয়। এতে উপজেলা পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।