ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

তাজিকিস্তানে শেষ প্রস্তুতি ম্যাচে ড্র করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, সেপ্টেম্বর ৬, ২০১৯
তাজিকিস্তানে শেষ প্রস্তুতি ম্যাচে ড্র করলো বাংলাদেশ ছবি:সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের আগে তাজিকিস্তানে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে গেলেও বিরতির পর প্রতিপক্ষ তাজিকিস্তান লিগের দল সিএসকেএ পামির গোল করলে ১-১ গোলে ম্যাচটি ড্র হয়।

বৃহস্পতিবার হিশোর স্টেডিয়ামে ১২ মিনিটে রবিউলের গোলে লিড পায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে সমতায় ফেরে পামির।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে হার দেখতে হয় বাংলাদেশকে। এফসি কুকতোশের বিপক্ষে ২-০ গোলে পরাজয় বরণ করেন জামাল ভুঁইয়ারা।

আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবে ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে লাওসকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে জায়গা করে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।