ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

সালাহদের ছেড়ে তুরস্কে ড্যানিয়েল স্টারিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, আগস্ট ২২, ২০১৯
সালাহদের ছেড়ে তুরস্কে ড্যানিয়েল স্টারিজ ড্যানিয়েল স্টারিজ: ছবি-সংগৃহীত

গত মৌসুমে মোহাম্মদ সালাহ-ভার্জিল ফন ডাইকদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শিরোপা উৎসব করেছেন ড্যানিয়েল স্টারিজ। কিন্তু ২০১৯-২০ মৌসুমে অ্যানফিল্ডে দেখা যাবে না ইংলিশ স্ট্রাইকারকে। তুরস্কের শীর্ষ লিগের ক্লাব ত্রাবজোন্সপোরের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন সাবেক লিভারপুল তারকা। 

ছয় বছর অ্যানফিল্ডে কাটিয়েছেন ২৯ বছর বয়সী স্টারিজ। অল রেডসদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬০ ম্যাচে ৬৭ গোল করেছেন তিনি।

সাবেক ইংলিশ ফরোয়ার্ড তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন ম্যানচেস্টার সিটির হয়ে। ২০০৬-০৯ মৌসুম ইতিহাদে কাটানোর পর তিনি যোগ দেন চেলসিতে।  

ছয়বারের টার্কিশ চ্যাম্পিয়ন ত্রাবজোন্সপোর লিগে তাদের গত মৌসুম শেষ করেছে চতুর্থ হয়ে। ইউরোপা লিগের গ্রুপ পর্বে যাওয়ার জন্য ক্লাবটি বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে প্লে-অফ রাউন্ডে মুখোমুখি হবে গ্রীসের ক্লাব এইকে অ্যাথেন্সের।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।