ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

মেসিকে ছাড়াই মৌসুমের প্রথম ম্যাচে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, আগস্ট ১৬, ২০১৯
মেসিকে ছাড়াই মৌসুমের প্রথম ম্যাচে বার্সা ছবি:সংগৃহীত

লিওনেল মেসিকে ছাড়াই চলমান মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ মাঠে নামছে বার্সেলোনা। শুক্রবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে আতিথেয়তা নিবে কাতালান জায়ান্টরা। 

ইনজুরির কারণে প্রাক-মৌসুমের ম্যাচে যুক্তরাষ্ট্র সফর করেননি মেসি। আর বৃহস্পতিবারও বার্সা অনুশীলনে ছিলেন না এই আর্জেন্টাইন তারকা।

তবে বিলবাওয়ের বিপক্ষে ফিলিপ কৌতিনহো ও রাফিনহাকে দেখা যেতে পারে।

এ ম্যাচে অবশ্য আর্থার মেলো, আরতুরো ভিদাল, জেন-ক্লাইর তোদিবো, মৌসা ওয়াগেও থাকছেন না। তবে দলে রাখা হয়েছে কার্লেস পেরেসকে।

বার্সা স্কোয়াড: মার্ক-আন্দ্রে টের স্টেগেন, নেলসন সেমেদো, জেরার্ড পিকে, ইভান রাকিটিক, সার্জিও বুসকেটস, কৌতিনহো, লুইস সুয়ারেজ, ওসমান দেম্বেলে, রাফিনহা, ক্লিমেন্ট লংলে, আঁতোয়া গ্রিজম্যান, জর্দি আলবা, কার্লেস আলেনা, সের্জি রবার্তো ফ্রেঙ্কি দি ইং, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো, ইনাকি পেনা এবং পেরেস।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।