ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

রোমার কাছে টাইব্রেকারে হারলো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, আগস্ট ১২, ২০১৯
রোমার কাছে টাইব্রেকারে হারলো রিয়াল ছবি:সংগৃহীত

ক্লাব প্রীতি ম্যাচে রোমার কাছে টাইব্রেকারে হার মানলো রিয়াল মাদ্রিদ। ম্যাচের মূল সময়ে দু’বার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে সমতা থাকে জিনেদিন জিদানের শিষ্যরা। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় তুলে নেয় ইতালিয়ান ক্লাব রোমা।

রোববার স্তাদিও অলিম্পিকোতে ১৬ মিনিটে মার্সেলোর গোলে লিড পায় রিয়াল। তবে ৩৪ মিনিটে দিয়েগো পেরোত্তি গোল করলে সমতায় ফেরে রোমা।

কিন্তু ৩৯ মিনিটে রিয়ালের কাসেমিরো গোল করলেও পরের মিনিটেই এডেন জেকো রোমাকে সমতায় ফেরাতে সহায়তা করেন।

ম্যাচের নির্ধারিত সময়ের পর মীমাংসার জন্য খেলাটি টাইব্রেকারে গড়ায়। যেখানে ৫ শটের সবকটিইতে গোল পায় রোমা। তবে ম্যাচে গোল করা মার্সেলো রিয়ালের হয়ে টাইব্রেকারে গোল বঞ্চিত থাকেন। তার শটটি ক্রস বারে লাগে।

আগামী শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রিয়াল।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।