ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

বার্সাতে যাওয়া হচ্ছে না নেইমারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, আগস্ট ৫, ২০১৯
বার্সাতে যাওয়া হচ্ছে না নেইমারের পিএসজি ফরোয়ার্ড নেইমার: ছবি-সংগৃহীত

অবশেষে নেইমারের বার্সেলোনায় ফেরার সব সম্ভবনার দ্বার বন্ধ হতে চলেছে। এমনটাই বার্সার ভাইস-প্রেসিডেন্ট জর্দি কারদোনানার জানালেন।

কারদোনার সরাসরি স্বীকার করলেন, প্যারিস সেন্ট জার্মেই ফরোয়ার্ড সুখে নেই ফ্রান্সের রাজধানীতে।

টিভি থ্রি-কে বার্সেলোনা ভাইস-প্রেসিডেন্ট বলেন, ‘নেইমার? সে তার দলে সুখে নেই কিন্তু অবস্থা এমন যে, তাকে প্যারিসেই থাকতে হচ্ছে।

আমরা জানিয়েছিলাম, নেইমার বার্সেলোনায় যোগ দিতে পারে। যদি ভবিষ্যতে নেইমার বিষয়ে কথা হয়, আমরা কথা বলব। ’

এদিকে গুঞ্জন চলছিল, ইভান রাকিটিচ এবং ফিলিপ্পে কুতিনহোর ক্যাম্প ন্যু ছাড়া নিয়ে। তবে দুই তারকার ভবিষ্যৎ কি হবে তা জিজ্ঞেস করা হলে কোনো উত্তর দেননি কারদোনার। তিনি বলেন, ‘আমরা ‍বার্সেলোনার খেলোয়াড়দের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কথা বলতে চাচ্ছি না। তারা আমাদের সম্মান প্রাপ্য। ’

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।